মোঃ শাকিল খান রাজু ক্রাইম রিপোর্ট ভোলা —
ভোলা জেলার চরফ্যাশনের বেতুয়া নদীর তীরে, প্রশান্তি পার্কের জিও ব্যাগের উপর থেকে এক অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ, ২৫ সেপ্টেম্বর সকালবেলায় স্থানীয় লোকজন নদীর স্রোতে ভেসে আসা লাশটি দেখতে পান। ভাটার টানে লাশটি জিও ব্যাগের উপর আটকে ছিল
মৃতদেহটি দেখে ধারণা করা হচ্ছে, তরুণীটি হয়তো নদীর পানিতে ডুবে গিয়ে স্রোতের সাথে ভেসে আসে এবং নদীর তীরবর্তী এলাকায় আটকে যায়। এখনও তার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। স্থানীয় প্রশাসন এবং পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।