আখাউড়া উপজেলা প্রতিনিধি কাইয়ুম চৌধুরী– ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শখের বসে বস্তায় আদা চাষ করে সফলতা অর্জন করেছেন ইব্রাহিম ভূঁইয়া লিটন নামে এক উদ্যোক্তা। বাড়ির আঙিনায় বস্তায় আদার চারা রোপণ করে ভালো ফলন পাওয়ায় তিনি এ সফলতা অর্জন করেছেন। তার এ সফলতা দেখে গ্রামের অনেকেই এখন বস্তায় আদা চাষে আগ্রহী হয়ে উঠছেন। উদ্যোক্তা লিটন উপজেলার দক্ষিণ ইউনিয়নের রহিমপুর গ্রামের সাবেক মেম্বার মৃত আছার আলী ভূঁইয়ার ছেলে।
লিটন বলেন, ‘শখের বসে প্রথমবার বাড়ির আঙিনায় ২০০টি বস্তায় আদা চাষ শুরু করি। প্রতি বস্তায় ৩০ টাকা করে মোট আমার ৬ হাজার টাকা খরচ হয়েছে। এখন বস্তায় আদাগাছের যে ফলন দেখা যাচ্ছে, তাতে মনে হচ্ছে প্রতি গাছে ৫০০ গ্রাম করে করে ফলন পাওয়া যাবে। তাহলে উৎপাদন হবে ১০০ কেজি আদা। স্থানীয় বাজারে এ আদা বর্তমানে বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকা কেজি দরে। এতে ২০ হাজার টাকার বেশি আয় হবে বলে আশা করছি।’উপজেলা কৃষি অফিস জানায়, বস্তায় আদা চাষের জন্য আলাদা জমির প্রয়োজন হয় না। এ পদ্ধতিতে মাটিবাহিত রোগের আক্রমণ কমে যায়। অন্যদিকে প্রাকৃতিক বিপর্যয় হলে বস্তা অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া যায়। বিশেষ