গাইবান্ধা প্রতিনিধি mintu—-
গাইবান্ধা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মওদুদ আহমেদ অতিরিক্ত দায়িত্ব গোবিন্দগঞ্জ পৌরসভার প্রশাসক হিসাবে সফল ভাবে দায়িত্ব পালন শেষে আজ বুধবার দায়িত্ব অর্পন করলে সন্মানোনা ক্রেষ্ট প্রদান করে বিদায়ী শুভেচ্ছা জানান, পৌর কাউন্সিল বৃন্দ।
এর পরে নতুন পৌর প্রশাসক গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রাসেল মিয়াকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরন করে নেন, পৌর প্যানেল মেয়র-১কাউন্সিলর শাহীন আকন্দ, প্যানেল মেয়র২ কাউন্সিলর রিমন কুমার তালুকদার, কাউন্সিলর মাসুদ রানা বাপ্পী, কাউন্সিলর সামস উদ্দিন শেখ ভেলা,কাউন্সিলর জাহাঙ্গীর আলম জাফু, কাউন্সিলর মাজেদুর রহমান,কাউন্সিলর আনোয়ারুল ইসলাম আন্টু,কাউন্সিলর মোখলেছুর রহমান, কাউন্সিলর মিজানুর রহমান রিপন,মহিলা কাউন্সিলর জহুরা বেগম,সুইটি বেগম শাহানা বেগমসহ মহিলা কাউন্সিলর বৃন্দ উপস্থিত ছিলেন।