স্টাফ রিপোর্টার : মো: রেজাউল হক—-
মাদারিপুরের ৩ আসনের পাচ বারের সাবেক সংসদ সদস্য জনাব শাজাহান খানের ছেলে আসিবুর রহমান খান ( আসিব খান) ২৫ / ০৯/ /২০২৪ তারিখ রাত ৪.০০ টার সময় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর হতে আটক হন। পরে আজ সকাল ৮.০০ টায় মাদারিপুর কোর্টে তাকে হাজির করা হয়।এসময় তার আত্মীয় সজন সহ অনেককে এখানে ভিড় করতে দেখা যায়। সুত্র মতে সদর থানার জি আর নং ৪৬০/২৪