মুহাম্মদ নাজমুল হাসান জুয়েল ছাতক —–
ছাতকে পুলিশ প্রশাসনের উদ্যোগে আসন্ন শারদীয় দুর্গা পুঁজা উপলক্ষে উপজেলার হিন্দু সম্প্রদায়,পুলিশ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের এক যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে থানা প্রাঙ্গনে ছাতক থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসানের সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার ছাতক সার্কেল রনজয় চন্দ্র মল্লিক, জেলা বিএনপির সহ সভাপতি,উপজেলা বিএনপির আহবায়ক মোঃ ফারুক আহমদ, সুনামগঞ্জ জেলা জামাতের কর্ম পরিষদ সদস্য এডভোকেট রেজাউল করিম তালুকদার, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আকবর আলী, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অবসর প্রাপ্ত অধ্যাপক হরিপদ রায় ,সুনামগঞ্জ জেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সহ সম্পাদক, পৌর কাউন্সিলর
জসিম উদ্দিন সুমেন,উপজেলা জামাতের সেক্রেটারী হাফিজ জাকির হোসাইন ,উপজেলা পুঁজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবুল রায়, উপজেলা হিন্দু-বৌদ্ধ- খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অরুন দাস, পৌর সাধারণ সম্পাদক সৌরব দাস, পৌর পুঁজা উদযাপন পরিষদের সভাপতি অরুন অধিকারী, সাধারণ সম্পাদক দোলন তরফদার, উপজেলা পুজা উদযাপন পরিষদের সহ সভাপতি পরেশ চন্দ, নারায়ন রায় প্রমুখ।
মতবিনিময় সভায় জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবু হুরায়রা সুরত, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, ছাতক পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন মহি, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হিফজুল বারী শিমুল, পৌর জামাতের আমীর
ইঞ্জিনিয়ার রোমান আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী জামায়াত নেতা আব্দুল হাই আজাদ, এডভোকেট আলম উদ্দিন, সৈদেরগাও ইউনিয়ন পরিষদের মেম্বার হোসাইন আহমদ লনি, হিন্দু সম্প্রদায়ের বাবুল পাল, সুভাষ দেবনাথ,গনেশ পোদ্দার সহ উপজেলার সকল পুঁজা মন্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।