মোঃ ফাহাদ আলী তাড়াশ—
বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা:) কে নিয়ে ভারতীয় হিন্দু পুরোহিত কটূক্তি করায়,সেই বক্তব্যকে বিজেপি নেতা সমর্থন দাওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীসহ,মুসলিম জনতা।
রবিবার (২৯ সেপ্টেম্বর) তাড়াশ ডিগ্রী কলেজ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে তাড়াশ উপজেলা বিভিন্ন জায়গায় প্রদক্ষিণ শেষে তাড়াশ উপজেলা প্রেসক্লাবের সামনে এসে অবস্থান করে, সেখানে বেশ কয়েকজন বক্তব্যের মাধ্যমে সমাবেশ সেখানেই সমাপ্ত ঘোষণা করা হয়।
সেখানে সাধারণ শিক্ষার্থীদের সাথে বয়স্ক, ছোট বড় মানুষও মিছিলে অংশগ্রহণ করা নিয়েই বিক্ষোভ সমাবেশ হয়।সমাবেশে উপস্থিত বক্তারা বলেন,কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করা ঠিক নয়। তারা সেই ধর্মীয় শিষ্টাচার,নিতি না মেনে মহানবীকে নিয়ে কটূক্তি করেছে,যা কোনো মুসলিমের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়।
এ সময় সাধারণ শিক্ষার্থীরা ভারত সরকারকে হুঁশিয়ারী করে বলেন,যারা প্রিয় নবী হযরত মুহাম্মাদ (সা:) নিয়ে কটূক্তি করেছে সেই ব্যঙ্গকারীদের অতিদ্রুত ফাঁসি দাবি জানান। ভারত সরকার যদি তাদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করে অন্যথায় বাংলাদেশ থেকে ভারতীয় সকল দূতাবাস ভেঙে ফেলার হুমকি দেন, সাধারণ শিক্ষার্থী ও মুসলিম জনতা,তারা আরো বলেন বাংলাদেশে যে সব ভারতীয় পণ্য আছে তা বয়কট করার হুঁশিয়ারিও দেন তারা। এছাড়া এই ঘটনার আগেও ভারতে মসলিমদের উপর অমানুষিক নির্যাতন করেছে,তারা বার বার ইসলাম ধর্মের উপর আঘাত করছে,আর যদি কখনো মুসলিম ধর্মীয়র উপর অত্যাচার করা হয়, মুসলিম ধর্মের স্বাধীনতায় বাধা দিলে তা যুদ্ধের পরিণতি ঘটবে বলে হুঁশিয়ারি করেন ভারত সরকারকে।