মোঃ কুতুব উদ্দিন ঢাকা ——-
বাংলাদেশে একটা নিতান্তই অরাজকতার ঢল নেমেছে,অলি আউলিয়ার দেশ এই সোনার বাংলাদেশ -এই দেশে অসংখ্য অলি আউলিয়া গণ শুয়ে আছেন।ইতিহাসে পাওয়া যায় আমাদের এই বাংলাদেশে অলি আউলিয়া গণ ইসলাম প্রচার করেছেন,এই অলি আউলিয়া দের নামের উপরে দরবার এবং মাজার ভেংগে পুঁড়িয়ে দেয়ার একটা কুচক্রী দল নেমেছে তথা সোনার বাংলার সুখ্যাতি নস্ট করার পায়তারা করছে মৌলবাদী ইসলামের চির শত্রু মুয়াবিয়ার চরিত্রে ভুয়া ইসলাম দাবীদার যারা ইসলামের ক্ষতি করছে ইতিহাসে পাওয়া যায় আজও লেগে আছে পীর অলি আউলিয়া ফকির বাউল শিল্পী সাধক এবং ইসলামের বিরুদ্ধে।
বাংলাদেশের বিভিন্ন দরবার মাজারে হামলা ভাংচুরের পর এখন হুমকি দিয়েছেন কেরানীগঞ্জ আব্দুল্লাহপুর কদমপুর এলাকা জুড়ে অবস্থিত কদম আলী মস্তান এবং “আমি তো মরে যাব
চলে যাব রেখে যাব সবই আছসনি কেউ সংগের সাথী সংগেনি কেউ যাবি আমি মরে যাব”এই বিরল খ্যাতিমান গানের গীতিকার সাত্তার মোহন্তের মাজারে হামলা করার হুমকি দিয়েছে বিভিন্ন এলাকার মৌলবাদী সন্ত্রাসীরা এবং আব্দুল্লাহপুর এর এক দল
হামলাকারীরা আগামী বৃস্পতিবার।