স্টাফ রিপোর্টার,,, শামীম জামান,,, রাজীবপুর কুড়িগ্রাম —-মোখলেছুর রহমানের অব্যাহতি, রাজিবপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হলেন মাহবুবুর রশীদ মন্ডল কুড়িগ্রাম জেলা বিএনপি একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রাজিবপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক মোখলেছুর রহমান স্বেচ্ছায় পদত্যাগ করায়, ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যক্ষ মাহবুবুর রশীদ মন্ডল।শুক্রবার (২৭ সেপ্টেম্বর) কুড়িগ্রাম জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানার স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, মোখলেছুর রহমান ১ নভেম্বর ২০২৩ তারিখে উপজেলা বিএনপির সভাপতির পদ থেকে অব্যাহতি নেন। তিনি কারণ হিসেবে উল্লেখ করেন, সরকারি চাকরির দায়িত্ব পালনের জন্য পদত্যাগ করেছেন, যা এখনো চলমান। তবে বিভিন্ন মাধ্যমে জানা গেছে, তিনি পুনরায় নিজেই সভাপতির পদে বহাল হয়েছেন, যা দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও গঠনতন্ত্রের পরিপন্থী।চিঠিতে আরও উল্লেখ করা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সহ-সভাপতি মাহবুবুর রশীদ মন্ডল ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করবেন।চিঠির বিষয়ে সত্যতা জানতে চাইলে কুড়িগ্রাম জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা বিষয়টি নিশ্চিত করেছেন।