অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনা ঃ
কয়রা উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন উপলক্ষ্যে নির্বাচন-২০২৪ আর কয়েক ঘণ্টা পর আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আগামীকাল ৫ অক্টোবর ২০২৪ রোজ শনিবার ২০২৪-২০২৫ বর্ষের আগামী ১ বছরের জন্য কয়রা উপজেলা প্রেসক্লাবের হলরুমে কমিটি গঠনের নিমিত্তে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।তবে এ নির্বাচন হবে শুধুমাত্র সাধারণ সম্পাদক পদের জন্য। কারণ ১৫ পদের বিপরীতে ১৯ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলে সভাপতি সহ ১৪ পদে ইতিমধ্যে ১৪ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বলে জানিয়েছেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তফা শফিকুল ইসলাম।
তিনি আরো জানিয়েছেন, সভাপতি পদের বিপরীতে ২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন কয়রা কপোতাক্ষ মহাবিদ্যালয়ের অবঃ ক্রীড়া শিক্ষক ও মহারাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দৈনিক দেশের কন্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি আলহাজ্ব সদর উদ্দিন আহমেদ ও কয়রা উপজেলা যুব দলের সভাপতি দৈনিক উপকূল বার্তার উপজেলা প্রতিনিধি মোঃ শরিফুল আলম। তাদের দু’জনের মধ্য থেকে আলহাজ্ব সদর উদ্দিন আহমেদ মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলে মোঃ শরিফুল আলম বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন বলে জানিয়েছেন তিনি। এছাড়া সাধারণ সম্পাদক পদের বিপরীতে ৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও দ্যা বীজনেস পোস্ট পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ তরিকুল ইসলাম মনোনয়নপত্র প্রত্যাহার নেন। তাই মূলত ২ জনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল শনিবার।
তারা হলেন—–দৈনিক যুগান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি সাবেক সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী ও দৈনিক পত্রপাঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি শিক্ষক মোঃ আব্দুর রউফ।বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন –সভাপতি দৈনিক উপকূল বার্তার উপজেলা প্রতিনিধি মোঃ শরিফুল আলম। সহ-সভাপতি দৈনিক ভোরের ডাক পত্রিকার উপজেলা প্রতিনিধি শেখ কওছার আলম ও দৈনিক আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ কামাল হোসেন।যুগ্ম-সম্পাদক কিউ টিভি’র উপজেলা প্রতিনিধি গাজী নজরুল ইসলাম ও দৈনিক সংগ্রাম পত্রিকার উপজেলা প্রতিনিধি গোলাম রব্বানী।কোষাধ্যক্ষ দৈনিক কালবেলা পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ ফরহাদ হোসেন। দপ্তর সম্পাদক দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার উপজেলা প্রতিনিধি অরবিন্দ কুমার মণ্ডল। সাংগঠনিক সম্পাদক দৈনিক আলো পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ শাহিদুল ইসলাম।প্রচার সম্পাদক দৈনিক যায়যায়দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি শিক্ষক হাবিবুল্লাহ হাবিব।ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দৈনিক ভোরের পাতা পত্রিকার উপজেলা প্রতিনিধি শিক্ষক জিয়াউর রহমান ঝন্টু।ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক দৈনিক দক্ষিণাঞ্চল পত্রিকার উপজেলা প্রতিনিধি শেখ জাহাঙ্গীর কবির টুলু।নির্বাহী সদস্য কয়রা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রধান শিক্ষক দৈনিক ইত্তেফাক পত্রিকার উপজেলা প্রতিনিধি মোহাঃ হুমায়ুন কবির, দ্যা ডেইলী অবজারভার পত্রিকার উপজেলা প্রতিনিধি শেখ মনিরুজ্জামান মনু ও দৈনিক খুলনার বাণী পত্রিকার উপজেলা প্রতিনিধি গীরেন্দ্র নাথ মন্ডল।সকলের মুখে মুখে একটাই কথা আগামীকাল কে হতে যাচ্ছেন কয়রা উপজেলা প্রেসক্লাবের আগামী এক বছরের জন্য সাধারণ সম্পাদক?