Rasel.staff reporter..নড়াইলের কালিয়ায় সুধীজনের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার কাজী এহসানুল কবির। বুধবার (০২ অক্টোবর) কালিয়া থানার আয়োজনে থানার হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শামীম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার কাজী এহসানুল কবির, বিশেষ অতিথি হিসেবে ছিলেন সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) কিশোর রায়। এ সময় আরও উপস্থিত ছিলেন কালিয়া প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোর্শেদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. তরিকুল ইসলাম, সহ সভাপতি হাফেজ মো. জাকারিয়া মোল্যা, জাতীয়তাবাদী দলের আহŸায়ক কমিটির সদস্য সচিব স ম ওহিদুজ্জামান মিলু, পাঁচগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান সাইফুজ্জামানসহ থানার বিভিন্ন এলাকা থেকে আগত গন্যমান্য ব্যক্তিবর্গ। মতবিনিময় সভায় আগত সুধীজনেররা এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং পুলিশ সুপার সে বিষয়ে দিক নির্দেশনা মূলক বক্তব্য দেn..