স্টাফ রিপোটার দৈনিক দেশ প্রতিদিন: ঝালকাঠির রাজাপুরে প্রাথমিক সহকারি শিক্ষক এন্ট্রি পদ ধরে দশম গ্রেড ও শতভাগ বিভাগীয় পদোন্নতি প্রদানের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটায় রাজাপুর উপজেলা পরিষদ চত্বরে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহুল চন্দ্রের হাতে এ স্মারকলিপি প্রদান করেন রাজাপুর উপজেলায় কর্মরত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।
স্মারকলিপিতে শিক্ষকরা জানান, দীর্ঘ ১০ বছর পূর্বে ২০১৫ সালে সর্বশেষ জাতীয় পে স্কেল ঘোষণা করা হয়েছিল। সেখানেও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা চরম বৈষম্যের শিকার হয়েছেন। বিগত পতিত স্বৈরাচারী সরকারের মেয়াদে বেতন বৃদ্ধির আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়ন করা হয়নি।স্নারক লিপিতে সহকারী শিক্ষক এন্টি পথ ধরে দশম গ্রেড ও শতভাগ বিভাগীয় পদোন্নতির জোর দাবি জানানো হয়। এসময় শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন, আফরোজা আক্তার লীনা, শিউলি শবনম, লুৎফর রহমান, রিয়াজ হোসেন, শওকত উদ্দিন তালুকদার, অলিউল ইসলাম, আজিজুর রহমান, মহাসিন উদ্দিনসহ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক বৃন্দ।