মেহেদী হাসান রিপোর্টার ডেমরা ঢাকা —–
আজ দুপুর ০১টা নাগাদ, ডেমরা স্টাফ কোয়াটার উর্মি গার্মেন্টসের সামনে অছিম পরিবহন ট্রাকের পিছনে সরাসরি ধাক্কা দ্যায় এতে করে বাসের হেলপার ও ড্রাইভার মারাত্মক ভাবে আহত হন ড্রাইভার এর অবস্থা অসংখ্যজন স্থানীয়রা উদ্ধার করে বাস ড্রাইভার ও হেলপার কে মেডিকেলে পাঠান। অসিম পরিবহন গাবতলী থেকে ছেড়ে আসে ওই একই রুটে রাজধানী পরিবহন ও আসে যেহেতু দুই কোম্পানির গাড়ি একই রুটে চলে এই জন্য সব সময় তাদের ভিতরে প্রতিযোগিতা লেগেই থাকে এবং অনেক সময় দেখা যায় অসীম পরিবহন দুইটা গাড়ি যদি এক হয়ে যায় তাহলে তাদের ভিতরেও প্রতিযোগিতা দেখা যায়। বাসের যে যাত্রীরা ছিলেন তাদের ভাষ্যমতে বাসের গতি অস্বাভাবিক ছিল যাত্রীরা বারবার বলা সত্ত্বেও বাসের গতি কমায়নি তারা আরো বলেন অসীম পরিবহন যেভাবে গাড়ি চালায় তাতে করে সাধারণ মানুষের বিতির কারণ হয়ে দাঁড়ায় যাত্রীরা বারবার বল্লেও তারা কোন তো তোয়াক্কা করে না এভাবে চলতে থাকলে দেখা যাবে এর থেকেও একদিন আরো বড় দুর্ঘটনা হয়েছে আমার মতে প্রশাসনের এইদিকে একটু নজর দেয়া উচিত।