মোঃরাসেল শেখ—-নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে আইডি কার্ড বিতরন করেছে ওই স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা। ৫ অক্টোবর (শনিবার) সকাল ১১টায় স্কুল মাঠে প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে ও অর্থায়নে এ আইডি কার্ড বিতরন করা হয়।
প্রাক্তন ছাত্র শেখ সাদী ও মোশারেফ হোসেনের তত্ত্বাবধানে, সরকারি বিএল কলেজের ছাত্র ও অত্র স্কুলের প্রাক্তন ছাত্র মোঃ নুরুল্লাহ মোল্যার সঞ্চালনায় ও এই স্কুলের প্রধান শিক্ষক গনপতি মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আইডি কার্ড বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাবেক ছাত্র ও বাংলাদেশ প্রতিরক্ষা অডিট মন্ত্রনালয়ের ডিজি শিকদার রাশেদুজ্জামান তুহিন, নুরনগর ওয়াবদা শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম ফয়সাল রহমান, খুলনা সরকারী মহিলা কলেজের তথ্য ও যোগাযোগ বিভাগের প্রধান বিসিএস শিক্ষা ক্যাডার এস কে মওূুূ হক শোভন, মোঃ শহিদুজ্জামান (কামাল) পাশা এবং সমন্বয়ক ও সাবেক ছাত্রদের মধ্যে ঢাকা বিঃ বিদ্যালয়ের সিহাব আলী সানি, খুলনার আজম খান কমার্স কলেজের নাইমুল ইসলাম, নর্দান ইউনিভার্সিটির রহমতুল্লাহ মুবিন, অত্র স্কুলের সাবেক ছাত্র রামিম হোসেন প্রমুখ।
বক্তারা স্কুলের সার্বিক সংস্কার ও শিক্ষার মান উন্নয়নে দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন। পরিশেষেঃ সভাপতির বক্তব্য শেষে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে আইডি কার্ড বিতরণ করেন প্রাক্তন শিক্ষার্থীরা।