নোটিশ:
Welcome To Our Website...
ব্রেকিং নিউজ :
ছাতকে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐক্যমত) মনির হায়দার হা মীম একাডেমি মিনি বাসের বেপরোয়া গতির কারণে বাচ্চাদের জীবন ঝুঁকিতে ভূইয়াহাট বাজারে ড্রেন নির্মাণ সংক্রান্ত অনিয়মের বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচিকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে সন্দ্বীপে মানববন্ধন ঢাকা সাভারে পিতা কে হত্যা করে ৯৯৯ কল করে ঘাতক  মেয়ে  কালিয়াকৈরে ৯ বছরের শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে আটক ১ টাংগাইলের সখীপুর ককটেল বিস্ফোরণ হামলায় দু’ সহোদর আহত। থানায় মামলা। গ্রেফতার ১ চৌদ্দগ্রামে শ্রম মিডিয়া পুরষ্কার পাওয়ায় সাংবাদিক এমদাদকে গণসংবর্ধনা টাংগাইলের মির্জাপুর ২ টি গরু সহ ১জন চোর গ্রেফতার এখন পর্যন্ত কী কী বিচার ও সংস্কার করেছেন?বলেলেন হাসনাত

রাজিবপুর উপজেলায় একটি প্রেসক্লাব না থাকাই দুর্ভোগ 

  • আপডেট সময় শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ৮৫ বার পঠিত

 

স্টাফ রিপোর্টার শামীম জামান রাজিব পুর কুড়িগ্রাম—- রাজিবপুর উপজেলায় একটি প্রেসক্লাব করার প্রসঙ্গেখুব দুঃখজনক একটি বিষয়। সাংবাদিক আছে, লেখা নেই। অপরাধ হয়, খবর নেই। এটাই হচ্ছে আজকালের সাংবাদিকতা। একটা ছোট্ট উপজেলায় ৬০ জনের বেশি সাংবাদিক। লিখতে পারুক অথবা না পারুক, সাংবাদিক নামের শিরোনামটা নিয়ে চলাফেরা ঠিকই করতে দেখা যায়। সরকারি নিবন্ধন থাকুক বা না থাকুক, নামেই সাংবাদিক। সাংবাদিক ১০০ জন হলেই সমস্যা নেই, যদি নিয়মিত অপরাধ, অন্যায়, অনিয়ম ও দুর্নীতি তুলে ধরা হয়।

*** আচ্ছা বলুন তো, প্রতি সপ্তাহ কিংবা মাসে কয়জন সাংবাদিকের লেখা আপনি দেখতে পান?

উত্তর: হয়তো হাতে গোনা পাঁচ-সাত জনের বেশি সাংবাদিক হবে না, যারা নিয়মিত লেখালেখি করেন।** তাহলে এত সাংবাদিক কেন?উত্তর: অনেকেই এই পরিচয় (সাংবাদিক) ব্যবহার করে সুবিধা ভোগ করার চেষ্টা করেন সবসময়। অনেকে প্রভাব বিস্তারেও চেষ্টা করেন। তবে অবশ্যই সবাই নয়।** রাজিবপুরের মতো ছোট্ট উপজেলায় কয়টি প্রেসক্লাব?উত্তর: ৫টি।** প্রেসক্লাবগুলো কি কি?

উত্তর: ১. রাজীবপুর প্রেসক্লাব।

২. রাজিবপুর মডেল প্রেসক্লাব।

৩. রাজিবপুর উপজেলা প্রেসক্লাব।

৪. বাংলাদেশ প্রেসক্লাব, রাজিবপুর উপজেলা শাখা।

৫. চর রাজিবপুর প্রেসক্লাব।

*** এসব প্রেসক্লাবে কিভাবে কমিটি করা হয়?

উত্তর: কোনো নির্বাচন নয়, ভোটাভুটি নয়। নিজেদের মতো করে স্বঘোষিত কমিটি গঠন করা হয়।* প্রেসক্লাবের মূল উদ্দেশ্য কী হওয়া উচিত?

উত্তর: সকল সাংবাদিককে একত্রিতকরণ করে সংগঠিত করা। কারণ একতা একটি শক্তি। একজন সাংবাদিকের দুঃসময়ে পাশে থাকা।

এখন আমার ব্যক্তিগত মতামতে আসি, একটি প্রেসক্লাবের মূল উদ্দেশ্য সাংবাদিকদের একত্রিত করে একটি সুসংগঠিত প্ল্যাটফর্ম তৈরি করা। কিন্তু বাস্তবতা হলো, আমাদের সাংবাদিক সমাজ বিভক্তির শিকার। এই বিভক্তি শুধু নিজেদের ক্ষতি করছে না, বরং সমাজে গণমাধ্যমের প্রতি সাধারণ মানুষের আস্থাও কমিয়ে দিচ্ছে। আমাদের উচিত হবে নিজেদের মধ্যে পেশাদারিত্ব বজায় রাখা এবং অন্যায়, দুর্নীতি ও অপরাধের বিরুদ্ধে দৃঢ়ভাবে কলম ধরা। যে কোনো চাপ বা সুবিধার লোভে পা না দিয়ে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরা সাংবাদিকতার অন্যতম মূলমন্ত্র হওয়া উচিত।

একটি উপজেলায় একাধিক প্রেসক্লাবের বদলে একটি শক্তিশালী প্রেসক্লাব হলে তা সাংবাদিকদের একতা ও দায়বদ্ধতা বৃদ্ধি করবে। এতে প্রতিযোগিতা না করে সহযোগিতা বাড়বে, যা সমাজের জন্য মঙ্গলজনক হবে। একজন সাংবাদিককে তার লেখার মাধ্যমে মানুষের জন্য কাজ করতে হবে, কারণ সমাজের অসঙ্গতি তুলে ধরাই তার প্রধান কাজ।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.