গোবিন্দগন্জ(গাইবান্ধা) থেকে মনিরুজ্জামান মিন্টুঃ প্রতিনিধিঃগাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে অবস্থিত রংপুর চিনিকলটি পুনরায় চালুকরণের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ অক্টোবর, ২০২৪) দুপুরে রংপুর চিনিকল পুনরায় চালু ও রক্ষা সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ জেলা প্রশাসক, গাইবান্ধার মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বরাবর স্মারকলিপি প্রদান করে।
এসময় উপস্থিত ছিলেন রংপুর চিনিকল পুনরায় চালু ও রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি ও চিনিকল শ্রমিক নেতা আবু সুফিয়ান সুজা, সদস্য সচিব জহুরুল ইসলাম, সদস্য আবু বক্কর সিদ্দিক, সাখাওয়াত হোসেন সোহেল, আতাউর রহমান নান্নু, রবিউল ইসলাম খাজা, আব্দুস সোবহান খাজা, পৌর বিএনপির সদস্য সচিব আবু জাফর লেলিন, যুগ্ন আহবায়ক তরিকুল ইসলাম চঞ্চল, ছাত্রনেতা মোফাজ্জল হোসেন ও ফরিদুল ইসলাম প্রমুখ।
প্রসঙ্গত, কৃষিভিত্তিক অর্থনৈতিক সমৃদ্ধির জন্য ১৯২৫ একর ফার্ম নিয়ে ১৯৫৪ সালে স্থাপিত রংপুরের একমাত্র ভারী শিল্প রংপুর চিনিকলটি ২০০৪ সালে লে-অফ ঘোষণা করা হয়। যা ২০০৭ সালের ডিসেম্বরে আখ মাড়াই শুরু করলেও ২০২০ সালে স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়। এর ফলে ৩০০/৪০০ জন (কানামনা) কাজ নেই মজুরী নেই ভিত্তিতে কর্মরত শ্রমিক-কর্মচারী কর্মহীন হয়ে মানবেতর জীবন-যাপন করছে। দেশের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে মিলটিকে আধুনিকায়নের মাধ্যমে পুনরায় চালুর দাবি রাখা হয় স্মারকলিপিতে।