ইঞ্জিনিয়ার শাব্বির আহমদ স্টাফ রিপোর্টার খুলনা—-বিল ডাকাতিয়া রক্ষা কমিটির উদ্যোগে আজ সকাল দশটায় ফুলতলা উপজেলা মিলনায়তনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিএনপি উপজেলা আহবায়ক ও ফুলতলা ইউনিয়নের চেয়ারম্যান রক্ষা কমিটির আহবায়ক শেখ আবুল বাশারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও সাবেক ফুলতলা উপজেলা ভাইস চেয়ারম্যান প্রিন্সিপাল গাওসুল আযম হাদী।
আরো উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলা জামায়াতের আমীর ও ডাকাতিয়া বিল রক্ষা কমিটির সদস্য সচিব অধ্যাপক আব্দুল আলিম মোল্যা,যুগ্ম আহবায়ক আটরা গিলাতলা ইউপি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, জামিরা ইউপি চেয়ারম্যান সরদার মনিরুল ইসলাম,দামোদর ইউপি চেয়ারম্যান, শরীফ মুহাম্মদ শিবলু ভুইয়া,যুগ্ম সদস্য সচিব নুর ইসলাম গাজী,সদস্য রবিউল ইসলাম মোল্লা, লুতফুর রহমান বিশ্বাস, আতাউর রহমান সরদার প্রমুখ। সমাবেশে শেখ আবুল বাশারকে আহবায়ক ও অধ্যাপক আব্দুল আলিম মোল্লাকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।