সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ
ষ্টাফ রিপোর্টার, মো. শান্ত
অটোচালক দের সাথে কথা বলে যানা যায়, পুলিশ অটোরিকশা আটক করে পাঁচ হাজার টাকা করে জরিমানা করে, অটোচালকরা পাঁচ হাজার টাকা জরিমানা পরিশোধ করলে সাথে সাথে অটো রিকশা দেয়না তার তিন দিন পর অটো রিকশা ফিরত দেয় বলে অটোচালকরা যানিয়েছে ।