মো. শাহাদাৎ হোসেন, ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের নগরকান্দা উপজেলা চরদোসরদি ইউনিয়ন কর্তৃক আয়োজিত ১ নভেম্বর বিকাল ৩ ঘটিকায় বিএনপির এক কর্মীসভা আয়োজন করা হয় ।
উক্ত কর্মীসভায় সভাপতিত্ব করেন ,, জনাব মুহাম্মদ সেরাজুল ইসলাম ফকির,, সভাপতি চরদোসরদি ইউনিয়ন বিএনপি । পরিচালনা করেন ,, জনাব মোঃ কামাল মাতুব্বর ,যুগ্ম সাধারণ সম্পাদক চরদোসরদি ইউনিয়ন বিএনপি । প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন , নগরকান্দা ও সালথা মা মাটির নেত্রী দক্ষিণবঙ্গের অহংকার নগরকান্দা ও সালথা নয়নের মনি,, গরিবের বন্ধু,, মেহনতি মানুষের কণ্ঠস্বর,, বিপ্লবী নেত্রী,, জনাব শামা ওবায়দ ইসলাম রিংকু — কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সাংগঠনিক সম্পাদক । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ,, জনাব মোহাম্মদ হাবিবুর রহমান বাবুল তালুকদার , ভারপ্রাপ্ত সভাপতি নগরকান্দা উপজেলা বিএনপি । আরো বক্তব্য রাখেন,, জনাব আলিমুজ্জামান সেলু,, সহ-সভাপতি নগরকান্দা উপজেলা বিএনপি ও সহ-সভাপতি ফরিদপুর জেলা বিএনপি , সাবেক সভাপতি নগরকান্দা থানা যুবদল । আরব বক্তব্য রাখেন জনাব মোহাম্মদ মাহাবুব মাস্টার,, সহ-সভাপতি নগরকান্দা থানা বিএনপি । আরো বক্তব্য রাখেন জনাব তৈবুর রহমান মাসুদ সহ-সাধারণ সম্পাদক ফরিদপুর জেলা যুবদল । আরব বক্তব্য রাখেন,, জনাব মোহাম্মদ শওকত আলী শরীফ সাংগঠনিক সম্পাদক নগরকান্দা উপজেলা বিএনপি । আরব বক্তব্য রাখেন নগরকান্দা উপজেলা বিএনপি’র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আরো বক্তব্য রাখেন,, চরদোসরদি ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ । প্রধান অতিথি বক্তব্যর মধ্য দিয়ে তিনি বলেন আমরা মরহুম জিয়াউর রহমানের আদর্শ গড়া এই বিএনপি’র সংগঠনের সাথে জড়িত। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য তরণের প্রতীক তারেক রহমান হাতকে শক্তিশালী করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি । খুনি শেখ হাসিনা কে বিএনপি সহ ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে বিদায় দিয়েছি । বিএনপি সহ ঐক্য দলের নেতৃবৃন্দদের নিয়ে আন্দোলন করেছি এই আন্দোলনের প্রমাণ হয়েছে খুনি শেখ হাসিনা যত গুম , হত্যা , নির্যাতন , দুর্নীতি , এক নায়ক তন্ত্র, বিডিআর হত্যা, শাপলা চত্বরে ট্রাজেডিটি , বিভিন্ন অন্যায় করেছে তাদেরকে বিচার কার্যকর করা হবে । বাংলাদেশের মানুষ এখন শান্তিতে বসবাস করতে পারতেছে । তৃণমূল থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যন্ত আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর আইনের আওতায় এনে বিচার কার্যকর করা হবে । গণতন্ত্র প্রক্রিয়ায় আগামী নির্বাচন অবাদ ও শান্তিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হবে এটাই জনগণ বিশ্বাস করে । উক্ত কর্মীসভা সভাপতি এর বক্তব্য মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয় ।