আব্দুল আলীম ইমতিয়াজ:স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ):
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে দোয়ারাবাজার থানা পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ( ওসি) জাহিদুল হক”র দিকনির্দেশনায় এসআই (নিরস্ত্র) মোহন রায়, এএসআই (নিরস্ত্র) আশরাফ খান, এএসআই (নিরস্ত্র) রায়হান উদ্দিন সঙ্গীয় ফোর্সহ উপজেলার লক্ষীপুর ইউনিয়নের মাঠগাঁও গ্রামের পারভেজ স্টোর এর সামনে লিয়াকতগঞ্জ বাজার টু ইসলামপুরগামী পাঁকা রাস্তার উপর অভিযান চালিয়ে,সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের দুর্লভপুর গ্রামের মৃত রজব আলীর ছেলে মোঃ হযরত আলী(৩১),সিলেটের জকিগঞ্জ উপজেলার অজরগ্রামের রবিউলের মেয়ে মোছা: পান্না আক্তার(২১) সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত ওয়াহিদ মিয়ার ছেলে জামিল হোসেন(৩৪) আটক করে মামলা দায়ের করা হয়েছে।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।।মাদকের বিরোদ্ধে আমাদের অভিযান অব্যাহত।