রাদিয়ান আহমেদ, দৈনিক দেশ প্রতিদিন, স্টাফ রিপোর্টার, রংপুর
আজ থেকে দেশের কাঁচা বাজারেও পলিথিন ব্যবহার হচ্ছে নিষিদ্ধ। গত ২৪ শে সেপ্টেম্বর অন্তর্ব্বতী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এই সিদ্ধান্তে জানান।
তখন তিনি বলেন এক নভেম্বর থেকে সব ধরনের পলিথিন ব্যাগ নিষিদ্ধ এবং কোন ক্রেতাকে এ ধরনের ব্যাগ দেওয়া যাবে না। এছাড়া পলিথিন ব্যাগ নিষিদ্ধ কার্যক্রমে কাঁচামাল ও পলিথিন উৎপাদন কারখানাতে অভিধান চালানো হবে। এরই অংশ হিসেবে আজ থেকে পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধের মনিটরিং চালু করা হয়েছে। পাশাপাশি পলিথিন উৎপাদনকারীদের বিরুদ্ধে চালানো হবে অভিযান।
জানা গেছে, নিষিদ্ধ পলিথিন ব্যাগ উৎপাদন ,মজুদ ,পরিবহন, বিপণন ও ব্যবহার বন্ধের কার্যক্রম কঠোরভাবে বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর এই অংশ হিসেবে গত ১ নভেম্বর থেকে সুপার শপ সহ থেকে কাঁচা বাজারেও পলিতে নিষিদ্ধ।