মো. নাজিউল্লাহ ভূইয়া, স্টাফ রিপোর্টার,কেরানীগঞ্জ ( ঢাকা)
“দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ প্রতিপাদ্যে ঢাকার কেরানীগঞ্জে পালিত হয়েছে জাতীয় যুব দিবস-২০২৪।
শনিবার (২ নভেম্বর) সকাল ১০টায় কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সভা কক্ষে দিবসটি উদযাপন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করেছে কেরাণীগঞ্জ উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর। কেরাণীগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নুরুন নাহারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেরাণীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) মনিষা রানী কর্মকার ।
উক্ত আলোচনা সভায় বক্তারা যুব সমাজকে চাকরি নির্ভর না হয়ে উদ্যোক্তা হবার আহ্বান জানান। আলোচনা শেষে আগত যুবকদের মাঝে যুব ঋণ ও সনদ পত্র বিতরন করা হয়।
উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আরতি মজুমদার, হাজী সেলিম রেজা, সায়মন চৌধুরী, মো. শহিদুল ইসলাম রাজু প্রমূখ ।