স্টাফ রিপোর্টার মোঃ হুমায়ুন কবীর মৃধা
নারায়ণগঞ্জ
নারায়গন্জের বন্দর শাহী মসজিদ এলাকায় ক্রয় মূল্যে সবজির বাজার।
আত-তাকওয়া ফাউন্ডেশনের উদ্যোগে নেওয়া হয়েছে এই কার্যক্রম।
যেখানে পাওয়া যাচ্ছে,
সিম -১০০/-
ঢেড়শ-৫০/-
ফুলকপি -৩০/-
টমেটো -১৩০/-
করোলা -৫৫/-
বেগুন- ৪৫/-
পটল- ৪৫/-
কহি -৪৫/-
লাউ -৩০-৩৫/-
ধনিয়া পাতা -১০০/-
লাল শাক -১৫/-
পুঁইশাক -৩০/-
ডাটা -২০/-
মুলা -৫৫/-
লেবু -৫/-
ধুন্দুল -৪৫/-
মরিচ -১১০/-
কচুর মুখী -৫০/-
ক্রেতাদের সাথে কথা বলে জানা যায়
বাজারের থেকে কম মুল্যে সবজি কিনে স্থানীয় মানুষ অনেক খুশি, তারা জানায় প্রতিটা ওয়ার্ডে এই রকম দোকান বসলে সাধারণত মানুষ সবাই তরকারি কিনে খেতে পারবে! এলাকায় মানুষ
আত-তাকোয়া ফাউন্ডেশন কে ধন্যবাদ জানান তাদের ভিন্ন রকমের কার্যক্রম শুরু করায়!