মৌলভীবাজার প্রতিনিধি:
বড়লেখা আঞ্চলিক মহাসড়কের রতুলী, কাঁঠাল তলীর মধ্য খানে রেল গেইট নামক স্হানে ১২০ ফুট রাস্তায় দুটি টানিংয়ে বছরের পর বছর থেকে ঘন, ঘন সড়ক দূঘর্টনা হচ্ছে।
এ নিয়ে কতৃপক্ষ নিরব ভূমিকা পালন করছেন । দূর্ঘটনার ফলে কেউ পঙ্গু আবার অনেকে জিবন দিতে হচ্চে । সড়কটি সোজা করতে করতে মাএ সাড়ে তিন শত ফুট সড়ক যদি করা হয় তাহলে এসব দূর্ঘটনা রোদ হবে। সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট সড়কটি সোজা করা সহ প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহনের জন্য সচেতন মহল সহ এলাকাবাসীর জোরালো দাবী ।
সরেজমিনে এলাকায় গেলে রতুলী বাজার বণিক সমিতির সহসাধারণ সম্পাদক আছাদ উদ্দিন, সাবেক অবসরপ্রাপ্ত প্রাপ্ত শিক্ষক জগদীশ পাল, সমাজ সেবক আব্দুস শহিদ, কামাল মিয়া, রাসেল আহমদ সুজান, সহ অনেকে জানান।
মৌলভীবাজার, কুলাউড়া, বড়লেখা, বিয়ানীবাজার আঞ্চলিক এই মহাসড়ক দিয়ে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছোট বড় অনেক যানবাহন প্রতিদিন চলাচল
করে।
বড়লেখা,উপজেলার রতুলী ও কাঁঠাল তলীর মধ্যখানে রেল গেইট স্হানীয় ভাবে গেইট ঘর নামে পরিচিত এ স্হানে ১২০ ফুট রাস্তার মধ্যে দুটি ঝুঁকি পূর্ণ টানিং রয়েছে এ টানিংয়ে গাড়ি উল্টে ঘটে দূর্ঘটনা। গাড়ির যাএীর জন্য এই টানিংটি হচ্ছে একটি মরন ফাঁদ ।
দেশের বিভিন্ন অঞ্চল থেকে রাতে ভোর রাতে এ সড়কের টানিংয়ে গাড়ি চালান যে সব চালক নতুন আসে এর আগে এ সড়কে গাড়ি চালায়নি তারাই দূর্ঘটনার শিকার বেশি হচ্ছে।
এই রেল গেইটের টানিংয়ে দূর্ঘটনা পার্শবর্তী একটি বাড়ির উপর দিয়ে কয়েক দফা গাড়ি উঠে যায় বাড়ি সহ বিদ্যুৎ এর খুঁটি বেঙ্গে যায় লোকজন বাড়ি ছেড়ে অন্য স্হানে চলে যেতে হয়।
এই রেল গেটের টানিংয়ে সড়ক ও জনপদের জায়গা রয়েছে। রেলের পশ্চিমের সড়ক ও জনপদের রাস্তাটি ১৫ ফুট পূর্বে এছাড়া রেলের পূর্বের সড়ক ও জনপদের রাস্তাটি ১৫ ফুট পশ্চিম স্হান দিয়ে করা হলে টানিংয়ের এই মরন ফাঁদ দুর হবে।
বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার জানান বাস্তবায়নের জন্য সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলছি তারা সরেজমিনে এসে এর একটা ব্যবস্হা করা হবে।
টানিংয়ের দূর্ঘটনা এড়াতে দ্রুত রাস্তাটি সোজা করার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট জোরালো দাবী জানিয়েছেন ভুক্তভোগী সচেতন মহল।