মোঃরাসেল শেখ কালিয়া, নড়াইল
নড়াইলের বড়দিয়ায় লোহাগড়া ইসলামী ব্যাংক শাখার অধীনে নাফিসা এন্টারপ্রাইজ পরিচালিত ইসলামি ব্যাংক এজেন্ট শাখার স্থান পরিবর্তন উপলক্ষে আলোচনা সভা ও গ্রাহক সেবা মাস পালিত হয়েছে। ০৩ নভেম্বর (রবিবার) দুপুর ১২ টায় বড়দিয়া বাজার জামে মসজিদ রোড সংলগ্ন তফসির কমপ্লেক্স এন্ড সপিং সেন্টারের তিন তলা বিল্ডিংয়ের ছাদে এজেন্ট তুরজাউন মোল্যার তত্ত্বাবধানে এ অনুষ্ঠান পরিচালিত হয়।
বড়দিয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী এই ব্যাংকের গ্রাহক মোল্যা বাবুল হোসেনের সঞ্চালনায় ও বড়দিয়া মুন্সী মানিক মিয়া ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ এম এইচ বাহাউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক লোহাগড়া শাখার এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এইচ এম নাজমুল হুদা। এ সময় বক্তব্য রাখেন, বড়দিয়া মুন্সী মানিক মিয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোল্যা সাখাওয়াত হোসেন, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা নিরঞ্জন দাশ, টোনা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ইকবাল সাঈদী, খুলনার নর্থ সাউথ কলেজের সহকারী অধ্যক্ষ দিলিপ কুমার রায় ও অত্র এজেন্ট শাখার গ্রাহক ও টোনা আলিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক আলমগীর হোসেন প্রমুখ। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন স্থানীয় বিভিন্ন শ্রনীপেশার মানুষসহ বাজারে ব্যবসায়ীরা।
এ সময় বক্তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধান অতিথি এবং অচিরেই বড়দিয়ায় এটিএম বুথ স্থাপনের চেষ্টা করবেন বলে জানান।
উল্লেখ্য বিগত ২০২০ সালের ২৩ জুলাই থেকে বড়দিয়া পুরাতন জনতা ব্যাংক ভবনে ইসলামী ব্যাংক এজেন্ট শাখার কার্যক্রম শুরু হয় এবং অদ্য ৩ নভেম্বর বড়দিয়া মসজিদ রোডে তফসির কমপ্লেক্স এন্ড সপিং সেন্টারের ২ য় তলায় স্থানান্তরিত হয়। মোঃরাসেল শেখ। কালিয়া নড়াইল পতিনিধি ০৩/১১/২০২৪