মো:মুন্না শেখ (কচুয়া প্রতিনিধি)
কচুয়া থানার বাধাল ইউনিয়ানের উওর পিংগড়িয়া কলমিবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩( নভেম্বর) রবিবার সকাল ১১.৩০মিনিটে ভিজিট করেন কচুয়া থানার নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদ। তিনি বলেন কচুয়া থানার সকল শিক্ষা প্রতিষ্টানে সুন্দর ভাবে সকল ছাত্র ছাত্রী পড়াশুনা করতে পারে কোমলমতি শিশুদের পাশে থেকে কাজ করতে চায় এবং সবুজ কচুয়া উপহার দিতে চায়।
এবং পড়াশুনার পাশাপাশি খেলা দুলায় তাদের আগ্রহী করতে শিক্ষকদের জানান।