মোঃ গোলাম জাকারিয়া, স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ
বিশিষ্ট শিল্পপতি, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অফ কমার্সের সাবেক সভাপতি, এরফান গ্রুপের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর আলহাজ্ব এরফান আলী ৩ নভেম্বর বাংলাদেশ সময় ১১টা ৩০ মিনিটে সিংগাপুরের একটি হাসপাতালে মৃত্যু বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৬৪ বৎসর । তিনি ১ ছেলে ও ৩ জন কন্যা সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। করোনা কালিন সময়ে তিনি বহুবিপদ গ্রস্থ মানুষের পাশে থেকে আর্থিক সহায়তা করেছেন ।তার মৃত্যুতে জেলার ব্যবসায়ী মহল ও বিশিষ্ট জনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। সোমবার সন্ধ্যায় ঢাকা য় মরদেহটি পৌঁছলে মঙ্গলবার জানাজা শেষে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে ।