নোটিশ:
Welcome To Our Website...

বগুড়ায়  ৩ জন জুয়াড়ি আটক, মামলা দায়ের এবং বিজ্ঞ আদালতে সোপর্দ

  • আপডেট সময় মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ১৪ বার পঠিত

মোঃ রেজাউল করিম, স্টাফ রিপোর্টার, ডিডিপি টেলিভিশন, শেরপুর, বগুড়া

বগুড়া জেলার শেরপুর থানার এসআই ( নিরস্ত্র) মোঃ শাহাদত হোসেন সঙ্গীয় এসআই মোঃ জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্সের সহায়তায় ইং ০৫/১১/২০২৪ তারিখ রাত্রি ০১.৪০ টার সময় ,বগুড়া জেলার শেরপুর থানাধীন ২ নং গাড়িদহ ইউপির অন্তর্গত, রামনগর গ্রামস্থ, জনৈক মোঃ আব্দুর রাজ্জাক(৬০), পিতা মৃত মোজাহার আলী এর সাবমারসিবল পাম্পের ঘরের মধ্যে টাকা দিয়ে তাস খেলার সময় জুয়ারি ০১। গোলাম রব্বানী (৩৫),০২। লিটন ( ৩২) উভয়ের পিতা মৃত আফসার আলী, সাং রামনগর ,থানা- শেরপুর ,০৩। শাহ আলম ( ৩৬) ,পিতা মৃত আজাহার আলী প্রামানিক ,সাং দলগাড়া, থানা কাহালু ,সর্ব জেলা বগুড়াদেরক আটক করে তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের পূর্বক অদ্য ইং ০৫/১১/২০২৪ তারিখে তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। তাদের নিকট হইতে তাস খেলার উপকরণ দুই সেট তাস, একটি পুরাতন বিছানার চাদর এবং নগদ ৩৭০০/=(তিন হাজার সাতশত) টাকা উদ্ধারপূর্বক জব্দ করা হয়। এ সময় অজ্ঞাতনামা আরও ৫-৬ জন কৌশলে দৌড়ে পালিয়ে যায়।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.