স্টাফ রিপোর্টার বিমল পাল, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
খাগড়াছড়ির দীঘিনালায় মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে ধূমপান ও তামাক বিরোধী সভা করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (০৬ নভেম্বর) দীঘিনালা উপজেলার ৯টি মাধ্যমিক বিদ্যালয়ে একযোগে সরকারের নির্দেশনা মোতাবেক ধুমপান ও তামাক জাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধির লক্ষে সভা অনুষ্ঠিত হয়।
সকালে উপজেলার দীঘিনালা মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মামুনুর রশীদ।
তামাক চাষে স্বাস্থ্যগত ক্ষতির বিষয়টি তুলে ধরে ইউএনও মোঃ মামুনুর রশীদ বলেন, ‘তামাক চাষে ব্যাপক স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। তামাক চাষ করে চাষে সরকারি প্রণোচনার সুযোগ নেই। তামাক চাষ না করে সবজি, ফলমূল, ভুট্টা, আলু, সূর্যমূখী ও বাদাম চাষ করলে কৃষক লাভবান হবেন। তামাক জাত দ্রব্য উৎপাদন ও গ্রহণের ফলে নানান ধরনের রোগ দেখা দিচ্ছে।’
এসময় অন্যদের মধ্যে দীঘিনালা উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ধর্মজ্যোতি চাকমা, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোহাম্মদ মাইনুদ্দীন, দীঘিনালা প্রেস ক্লাবের সভাপতি সোহেল রানা, উপজেলা উপ- সহকারী মেডিকেল কর্মকর্তা শিউলী চাকমা, দীঘিনালা মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাধন মনি চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।