স্টাফ রিপোর্টার মোঃ মাসুদ রানা রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
দুর্যোগ ব্যবস্থাপনায় জরুরি সাড়াদান পদ্ধতি শক্তিশালী করতে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আয়োজন করা হয়। উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের এসওডির আলোকে কর্মশালা করা হয়।
এই কর্মশালায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, এনজিও কর্মী ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপ-পরিচালক দিলীপ কুমার সাহা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসানের সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় দুর্যোগ ঝুকি হ্রাস নিয়ে আলোচনা করা হয়।