মৌলভীবাজার, স্টাফ রিপোর্টার সোহানুর রহমান সোহান
অদ্য ০৬ নভেম্বর ২০২৪ খ্রিঃ তারিখে শ্রীমঙ্গল থানার এসআই শ্যামল কুমার নন্দী, এসআই মহিবুর রহমান, এসআই/সুব্রত চন্দ্র দাস সঙ্গীয় ফোর্সসহ শ্রীমঙ্গল থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া জিআর ৮৩/২৪ (শ্রী) এর ওয়ারেন্টভুক্ত আসামী ১. মোঃ রুমন মিয়া (৪১), পিতা-মোঃ আহাদ মিয়া, মাতা-বিদ্যা বেগম, সাং-উত্তর উত্তরসুর, বর্তমান সাং-দক্ষিণ শাহীবাগ, সুইনগইড় বড় বাড়ী, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার, জিআর ২৮৮/২০ (শ্রী) এর ওয়ারেন্টভুক্ত আসামী ২. আঃ রহিম, পিতা-হাজী আঃ মান্নান, সাং-সোনার বাংলা রোড (দক্ষিণ), থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার, জিআর ৩১৬/২২ (শ্রীঃ) এর ওয়ারেন্টভুক্ত আসামী ৩. মোঃ রাজন মিয়া (২২), পিতা-মোঃ কালা মিয়া, সাং-জালালিয়া রোড (ভাসমান), থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজারদেরকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।