স্টাফ রিপোর্টার -রেহেনা পারভিন, পটুয়াখালী
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে গলাচিপায়
উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে জনসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ৭ নভেম্বর বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় কার্যনির্বাহী
কমিটির সদস্য সাবেক ছাত্রদল নেতা মু. হাসান মামুন।
সভায় হাসান মামুন বলেন, আগামী নির্বাচন পর্যন্ত পটুয়াখালী-৩ আসনে কেউ যেন কোন ষড়যন্ত্র করতে না পারে সেই ব্যাপারে বিএনপির সকল স্তরের নেতা কর্মীসহ সমর্থক সবাইকে সতর্ক থাকতে হবে। কারো নাম উল্লেখ না করে হাসান মামুন আরো বলেন, বিএনপি রাজনৈতিকভাবে দেউলিয়া হয়নি যে, প্রশাসনের চেয়ার, টেবিল ও খাবার খেয়ে রাজনৈতিক সভা সমাবেশ করতে হবে।
ঐতিহাসিক ৭ নভেম্বর ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনাকে ধারণ করে জাতীয়তাবাদী দলকে ঐক্যবদ্ধ হতে হবে।
উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও
সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার হাওলাদারের সঞ্চালনায় জনসভায়
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন
খান, খন্দকার মিজানুর রহমান, পংকজ দেবনাথ, মো. সালাম মৃধা, উপজেলা যুবদলের সভাপতি
ওবায়দুল হক বুলবুল ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আশফাকুর রহমান বিপ্লব গাজী প্রমুখ। সভায় হাজার হাজার লোকের সমাগম ঘটে।