স্টাফ রিপোর্টার- রেহেনা পারভিন, পটুয়াখালী
পটুয়াখালীতে আইডিইবি’র ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।
৮ নভেম্বর শুক্রবার সকাল ৯টায়
পটুয়াখালীতে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ‘গৌরবোজ্জ্বল দিবস ২৪’ উপলক্ষে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
পটুয়াখালী জেলা শাখার অন্তর্বর্তীকালীন কমিটির উদ্যোগে আয়োজিত এ র্যালিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আইডিইবি সদস্য এবং বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
র্যালিটি সকাল ৯টায় পটুয়াখালী জেলা আইডিইবি কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইয়ারুল ইসলাম এর
সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী নজরুল ইসলাম।প্রকৌশলী নাজমুল আহসান মুন্নার সঞ্চালনায়
উপস্থিত ছিলেন এড. গোলাম আহাত দুলু, শরিফ সালাউদ্দিন, সাবেক সভাপতি আলহাজ্ব রাইসুল ইসলাম , সাধারণ সম্পাদক এইচ এম সোলায়মান, এছাড়াও উপস্থিত ছিলেন
হুমায়ুন কবির সোহাগ, তোহা চৌধুরী, মোহাম্মদ মিজানুর রহমান হাবিব, এইচ এম খালিদ, এবং মশিউর রহমান।
বক্তারা ডিপ্লোমা প্রকৌশলীদের দেশের অবকাঠামো উন্নয়নে অবদানের বিষয়টি তুলে ধরেন এবং আইডিইবি’র অর্জন ও ভূমিকার প্রশংসা করেন।