নোটিশ:
Welcome To Our Website...

পটুয়াখালীতে নিখোঁজের দুইদিন পর লাউকাঠী নদী থেকে আল আমিনের লাশ উদ্ধার

  • আপডেট সময় শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ৩৬ বার পঠিত

স্টাফ রিপোর্টার -রেহেনা পারভীন,পটুয়াখালী

পটুয়াখালীর লাউকাঠী নদী থেকে নিখোঁজের দুই দিন পর আল-আমিন খন্দকার (২৬) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
জানাগেছে, আল-আমিন পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত খালেক খন্দকারের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত বুধবার সকাল ১০টার দিকে আল আমিন কাজে যোগদানের কথা বলে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি। নিখোঁজের ১‌দিন প‌রে বৃহস্পতিবার বিষয়‌টি মৌ‌খিকভাবে স্থানীয় পু‌লিশ‌ প্রশাসনকে জানানো হয়। এরপর থেকে তার নিখোঁজের সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়ে। অপরদিকে স্থানীয়দের তথ্যমতে, গত ৬ নভেম্বর সকাল ১০টার দিকে সিভিল পোশাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা অভিযান চালালে আল-আমিন তাদের ধাওয়া খেয়ে পটুয়াখালী ব্রিজের পশ্চিম পাশে তুলাতলা নামক স্থান থেকে নদীতে ঝাঁপ দেন এবং তখন থেকেই নিখোঁজ ছিলেন। আজ ৮ নভেম্বর ভোরে লাউকাঠী নদীর গোডাউনঘাট সংলগ্ন নদীতে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আল আমিনের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পটুয়াখালীর সহকারী পরিচালক হামিনুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৬ নভেম্বর ইটবাড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় তিনজন যুবককে ধাওয়া দিলে ঘরামি নামে একজনকে আটক করা সম্ভব হয়। তবে তার কাছ থেকে কোনো মাদক না পাওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়। পালিয়ে যাওয়া বাকি দুইজনের মধ্যে একজন ছিলেন আল-আমিন, যিনি নদীতে ঝাঁপ দিয়েছিলেন বলে খবর পাওয়া যায়।
বিষয়‌টি নি‌শ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইম‌তিয়াজ মাহমুদ জানান, শুক্রবার সকালে নদীর পাড় থেকে ভাসমান অবস্থায় আল আমিনের মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে বলে জানান তিনি।
ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয়রা এর সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.