স্টাফ রিপোর্টার মোঃ তরিকুল ইসলাম সাগর গাজীপুর
গাজীপুর থেকে কালিয়াকৈর রুটে চন্দ্রা ত্রিমোড়ে তাকওয়া পরিবহনের অপরিকল্পত অবস্থান। যাত্রীদের দুর্ভোগ, জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে । সারাক্ষন লেগেই থাকছে যানজট । ট্রাফিক আইনের নূন্যতম বিধি মানছে না তাকওয়া পরিবহন কর্তৃপক্ষ । ৮ নভেম্বর শুক্রবার, কালিয়াকৈর চন্দ্রা মোড়ে সকাল থেকেই দেখা গেছে অপরিকল্পত ভাবে অবস্থানরত তাকওয়া পরিবহন । গাজীপুর থেকে কালিয়াকৈর রুটের দুর্ঘটনা শতকরা ৮৫% তাকওয়া পরিবহন সংঘটিত করেছ বলে নাওজোড় হাইওয়ের এক সূত্র জানিয়েছে। এ বিষয়ে গাজীপুর থেকে কালিয়াকৈর রুটের একাধিক যাত্রী সূত্রে যানা যায় যে মহাসড়কের যেকোনো জায়গায় পার্কিং করে থাকে, স্ট্যান্ড ছাড়াও জায়গায় গাড়ি থামিয়ে যাত্রী উঠানামা করে। এ কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে যাচ্ছে তাকওয়া পরিবহন । কারো কোন এ বিষয়ে খেয়াল নেই। তাকওয়া পরিবহন গাড়িটি যাত্রীদের সকলের মরণফাঁধ হয়ে দাড়য়েছে ।
গাজীপুর থেকে কালিয়াকৈর পর্যন্ত রাস্তাফুটপাত স্থানীয় নেতৃবৃন্দের দখলে থাকায় রাস্তার দুপাশে গড়ে উঠেছে হকারদের রজত্ব । যার কারণে মানুষ চলাচল করতে খুবই কষ্টকর হয়ে পড়েছে । পথচারী জানান, তাকওয়া পরিবহন গাড়িটি কোন নিয়ম কারন মেনে চলাচল করে না যার কারনে আমাদের ছেলেমেয়ে স্কুল কলেজে যায় তাদের সাথে তাকওয়া পরিবহনের স্টাফ খুবই খারাপ ব্যবহার করে থাকে। অপর একটি পরিবহনের ড্রাইভার জানান, তাকওয়া পরিবহন গাড়িটি যেকোনো জায়গায় পার্কিং করে, তাকে এমন অবস্থায় আমাদের গাড়ি নিয়ে যাওয়া খুবই কষ্টকর, আমি মনে করি তাকওয়া পরিবহন গাড়ির টি সড়কে জ্যামের মূল কারণ।