নোটিশ:
Welcome To Our Website...

পটুয়াখালীতে দৈনিক গণদাবী ৩১ বছরে পদার্পনে আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ২১ বার পঠিত

স্টাফ রিপোর্টার -রেহেনা পারভীন, পটুয়াখালী

পটুয়াখালী থেকে প্রকাশিত দৈনিক গণদাবী ৩০ পেরিয়ে ৩১ বছরে পদার্পন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।
আজ ৯ নভেম্বর শনিবার বেলা ১১ টায় পটুয়াখালী প্রেসক্লাব ভবনের ড. আতহার উদ্দিন মিলনায়তনে
দৈনিক গণদাবীর প্রতিষ্ঠা সম্পাদক গোলাম কিবরিয়া এর সভাপতিত্বে ও পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মুফতী সালাউদ্দিনের সঞ্চালনায় দৈনিক গণদাবীর প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ, সিভিল সার্জন ডাঃ এস এম কবির হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) যাদব সরকার, জেলা জামায়াতের আমীর নাজমুল আহসান, জেলা আইনজীবী সমিতির সভাপতি এটিএম মোজাম্মেল হোসেন তপন, একেএম কলেজের অধ্যক্ষ আব্দুল মজিদ বাহাউদ্দিন, পটুয়াখালী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডঃ সোহরাব হোসেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ মাহমুদ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন গলাচিপা উপজেলা সমিতির সাধারন সম্পাদক সরকারী কলেজের সহযোগী অধ্যাপক মো. নুরুজ্জামান, জেলা ইমাম পরিষদের সভাপতি আলহাজ্ব মাওলানা আবু সাঈদ, পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি নির্মল কুমার রক্ষিত, সাবেক সভাপতি মোঃ জাকির হোসেন, মির্জাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট মুজিবুর রহমান, বাউফল প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান বাচ্চু, গলাচিপা প্রেসক্লাবের সভাপতি মু. খালিদ হোসেন মিল্টন, দুমকি প্রেসক্লাবের সভাপতি মো. হারুন অর রশিদ প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চেম্বারের সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুস সালাম খান, চেম্বারের সাবেক সভাপতি মো. জাহাঙ্গীর শিকদার, জেলা ইমাম পরিষদের সাধারন সম্পাদক আলহাজ্ব হাফেজ মাওলানা আব্দুল কাদের, পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি অতুল চন্দ্র দাসসহ পটুয়াখালী প্রেসক্লাব এবং বিভিন্ন উপজেলা প্রেসক্লাব সমূহের সাংবাদিকবৃন্দ।
সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন তার বক্তব্যের শুরুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দলনে নিহতদের প্রতি শ্রদ্ধা ও আহতদের প্রতি সমবেদনা জানিয়ে বলেন সংবাদপত্র ও সাংবাদিকরা দেশের উন্নয়নে ও মানুষের কল্যানে জীবনের ঝুঁকি নিয়ে তাদের পেশার দায়িত্ব পালন করে থাকে।
গত ১৬ বছর মিডিয়ায় কোন স্বাধীনতা ছিলনা।
একটি রাস্ট্রের মূল প্রতিষ্ঠান আইনসভা, বিচার বিভাগ ও নির্বাহী বিভাগে কোন স্বাধীনতা ছিল না। ফ্যাসিস্ট সরকার অনেক মিডিয়া ব্যাক্তিত্বকে নির্যাতন করেছে, অত্যাচার করেছে, মিথ্যা মামলা দিয়ে অনেককে দেশ ত্যাগ করতে বাধ্য করেছে। এ প্রসঙ্গে তিনি মাহামুদুর রহমানের উপর অত্যাচার, নির্যাতনের কথা উল্লেখ করেন। আজ নীতিভ্রস্টদেরকে আইনের আওতায় আনা হয়েছে। আগামীদিনে সাংবাদিকদেরকে সত্য ও বস্তু নিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি অনিয়ম কর্মকান্ড তুলে ধরারও আহবান জানান তিনিসহ অতিথিবৃন্দ।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.