স্টাফ রিপোর্টার, ফারুক সবুজ, ফেনী
সোনাগাজীতে দৈনিক যুগান্তর সাংবাদিক আবদুর রহীমের ওপর হামলার ২৪ ঘন্টার পর গতকাল ০৮ নভেম্বর শুক্রবার রাত ৮ টায় ফেনী মডেল থানাধীন বড় মসজিদের দক্ষিনে, আরাফাত হোটেলের কর্নারে তাকিয়া রোডের উপর দৈনিক এশিয়া বাণী/দৈনিক দেশ প্রতিদিন, ফেনী জেলা প্রতিনিধি ও বিএমইউজে, ফেনীর সহ সভাপতি ফারুক সবুজ (৫৫) এর ওপর হামলা চালিয়েছে কতিপয় দুর্বৃত্ত।
ফেনী মডেল থানায় অভিযোগ সুত্র মতে, সাংবাদিক ফারুক সবুজ বিগত ১২ বৎসর যাবৎ ফেনী দৈনিক দেশ প্রতিদিন, ফেনী জেলা প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করিয়া আসিতেছে ।
ঘটনায় সময়ে আলামিন ট্রাভেল হজ্জ কাফেলা এর প্রোফাইটর নুরুল আমিনের নামে কে বা কাহারা নিউজ করিয়া সেই জন্য সাংবাদিক ফারুক সবুজকে সন্দেহ করে বিাবদী, ১। মো; শাহজাহান প্র; পিচ্চি শাহজাহান (৫০), পিতা-মৃত নুর ইসলাম, সাং-ফাজিলপুর (মাদাসা রোড) ২। সিরাজুল ইসলাম (৩০) পিতা-মৃত ইউনুছ ভুঞা, সাং-শিবপুর (পূর্ব) ৩। নুরুল আমিন (৫০) পিতা-মৃত বতু মিয়া, ৪। সাইদুল করিম (৩৮), পিতা-অজ্ঞাত, সাং-শিবপুর (মধ্যম) সর্বথানা ও জেলা-ফেনী সহ অজ্ঞাতনামা ৭/৮ জন বাদীকে এলোপাতাড়ি কিল ঘুষি লাথি মেরে মারাত্মকভাবে আহত করে। ঐ সময় বাদীর পকেটে থাকা নগদ ৩৮,০০০/-(আটত্রিশ হাজার) টাকা এবং একটি ক্যামেরা যাহার মূল্য ২৫,০০০/-টাকা ছিনাইয়া নিয়া যায়।
এ ঘটনায় বাদী ফারুক সবুজ ফেনী মডেল থানায় অভিযোগ দাখিল করেছেন।
এদিকে ফেনীর সোনাগাজীতে যুগান্তর প্রতিনিধি আবদুর রহিম’র উপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। হামলায় জড়িত যুবদল নেতা মফিজুল হক (৪৫), জাফর রুবেল (৪০), ফখরুদ্দিন ফারুক (৪০) ও সুমন (৩০) এর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৮ জনের নামে শুক্রবার সন্ধ্যায় থানায় মামলা করেন আহত সাংবাদিক রহিম।
ঘটনার বিবরণে জানা যায়, মুহুরী নদীর সোনাগাজীর আমিরাবাদ অংশে অবৈধভাবে বালু উত্তোলন করছে বালুখোকরা। এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে ছবি ও ভিডিও করেন যুগান্তর সোনাগাজী উপজেলা প্রতিনিধি আবদুর রহিম।
এক পর্যায়ে বালু উত্তোলনকারি আমিরাবাদ ইউনিয়ন যুবদল নেতা মফিজুল হক, ফখরুদ্দিন, সুমন ও জাফর রুবেল ঘটনাস্থলে গিয়ে রহিমের মোবাইল ছিনিয়ে নিয়ে তাকে মারধোর করেন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন।
সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. উৎপল দাস দাস, সাংবাদিক রহিমের হাত, বুক ও পিঠে ৮টি স্থানে কাটা, নীলা ও ফুলা জখম রয়েছে তাই প্রাথমিক চিকিৎসা দিয়ে ফেনী জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তিনি ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধিন আছেন।
সোনাগাজী মডেল থানার ওসি মো. কামরুজ্জামান জানান, জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
হামলার ঘটনায় নিন্দা জানিয়ে জড়িতদের গ্রেফতার দাবি করেছে ফেনী প্রেসক্লাব, ফেনী সাংবাদিক ইউনিয়ন, ফেনী রিপোর্টার্স ইউনিটি, বিএমইউজে ও সোনাগাজী প্রেসক্লাব নেতৃবৃন্দ।
বিএমইউজে ফেনীর সভাপতি এম এ সাঈদ খান ও সাধারণ সম্পাদক এস এস মাসুম বিল্লাহ ভূঁইয়া যৌথ বিবৃতিতে, সাংবাদিকদের ওপর এসব হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। হামলাকারীদের গ্রেফতার ও যদি রাজনৈতিক পদবী থাকে, তাকে ঐ পদ থেকে বহিষ্কার করতে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের নেতার প্রতি দাবী জানান।