বিনোদন ডেস্ক
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম। বেশিরভাগ সময় কাজ নিয়েই ব্যস্ত থাকেন তিনি। তবে কয়েক মাস ধরেই অবসর সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী। আর এ কারণেই গুঞ্জন উঠেছে মা হতে যাচ্ছেন অভিনেত্রী। বিষয়টি নিয়ে নিয়েই কথা বলেছেন তিনি। স্পষ্ট ভাবে জানিয়েছেন এই নায়িকা।
নতুন অতিথি ঘরে আসা প্রসঙ্গে জানতে চাইলে বিদ্যা সিনহা মিম বলেন, এমন কিছু ঘটলে আমি কেন লুকাবো? আমার জীবনের কোনো কিছুই তো লুকাইনি। যা করেছি, সবকিছু জানিয়েই করেছি। তবে শিগগিরই সন্তান নেয়ার সম্ভাবনা নেই। তেমনটা হলে অবশ্যই সবাই জানতে পারবেন। এখন কাজ নিয়েই ভাবছি, কাজ নিয়েই থাকতে চাই।
অন্যদিকে, রোববার (১০ নভেম্বর) ছিল মিমের জন্মদিন। ১৯৯২ সালে রাজশাহীর বাঘা উপজেলায় জন্ম নেয়া এ নায়িকা ৩২ বছরে পা রাখলেন। ছোট্ট বেলায় জন্মদিনটা জমকালোভাবে পালন করলেও এখন আর সেভাবে আয়োজন করা হয় না তার। এ প্রসঙ্গে অভিনেত্রী গণমাধ্যমকে জানান, জন্মদিনটা আসলে খুব ঘটা করে উদযাপন করা হয় না। বরাবরের মতোই তার মা, হাজবেন্ড, পরিবারের সদস্য ও কাছের বন্ধুদের সঙ্গে ঘরোয়া আয়োজনেই উদযাপন করা হয়।