স্টাফ রিপোর্টার, মোঃ রাসেল শেখ কালিয়া, নড়াইল
নড়াইলের কালিয়ায় বাল্য বিবাহ নিরোধ, মাদক ও জঙ্গীবাদ মুক্ত সমাজ গঠন সম্পর্কিত মতবিনিময় সভায় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এ কথা বলেন। উপজেলা প্রশাসনের আয়োজনে ১১ নভেম্বর (সোমবার) দুপুরে পাইলট সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি)’র কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুজ্জামান সার্বক্ষণিক উপস্থিত থেকে জেলা প্রশাসককে বিভিন্ন দপ্তরে নিয়ে জান।
এর আগে সকাল ১১ টায় জেলা প্রশাক নড়াগাতী থানা পরিদর্শন করেন। সে সময় নড়াগাতী থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম ফুলেল শুভেচছাসহ গার্ড অফ অনার প্রদান করেন এবং থানা অভ্যন্তর ঘুরে দেখান। অতঃপর কালিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক। এ সময় উপজেলা শিক্ষা অফিসার মোঃ শাহাজাহান মিয়া, প্রধান শিক্ষক বিএম শুকুর আলীসহ সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্ন করেন এবং দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন ।
পরিশেষেঃ উপজেলা সহকারী কমিশনার (ভূমি)’র কার্যালয়ে আসলে সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন জেলা প্রশাসককে ফুল দিয়ে বরন করেন। অতঃপর ভুমি সেবা সহজীকরণ বিষয়ে সেবা প্রার্থীদের সাথে মতবিনিময় করেন এবং নানা বিষয়ে দিকনির্দেশনা মুলক বক্তব্য দেন।