স্টাফ রিপোর্টার, অরবিন্দ কুমার মণ্ডল
কয়রা, খুলনা
খুলনার কয়রায় রোপণকৃত আমন ধান ক্ষেতে ক্ষতিকারক কীটনাশক স্প্রে করে জমির ধান গাছ নষ্ট করে দিয়েছে প্রতিপক্ষ। এতে করে আনুমানিক লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান ঘুগরাকাটি গ্রামের মৃত আঃ হাকিম গাজীর পুত্র ভুক্তভোগী কৃষক মোঃ কামরুল গাজী ও তার ভাই ডব্লিউ গাজী। ঘটনাটি ঘটেছে কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের ঘুগরাকাটি গ্রামের বিলে ।
মঙ্গলবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায় ধান ক্ষেত মরে হলুদ রং ধারণ করছে এবং সব ধান চিটে হয়ে গাছ মরে যাচ্ছে । ভুক্তভোগী কৃষক মোঃ কামরুল গাজী ও তার ভাইয়েরা ৪ বিঘা জমিতে আমন ধান রোপণ করেন। তারা বলেন পূর্ব শত্রুতার জেরে রাতে ওই এলাকার আলীমুদ্দিন ঢালীর পুত্র দাউদ ঢালী , রাজ্জাক ঢালী গংরা ক্ষতিকর ঘাসমারা ওষুধ স্প্রে করেন। এতে ধানগাছ বিবর্ণ হয়ে মরে যায় বলে অভিযোগ করা হয়েছে। ভুক্তভোগী কৃষকরা জানায় গত বছর ও তারা এ ঘাসমারা ওষুধ স্প্রে করে আমাদের ক্ষতি করেছিল এমন কি তারা আমাদের কে বিভিন্নভাবে হয়রানি করতেছে। ক্ষতিগ্রস্ত কৃষক মোঃ কামরুল গাজী ও তার ভাই ডব্লিউ গাজী জানান, প্রতিপক্ষের সাথে তাদের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। সেই শত্রুতার জেরে রাতের আঁধারে আমাদের ৪বিঘা জমির ধান ক্ষেতে ঘাস মারা ওষুধ স্প্রে করে দেয়া হয়। আমরা এর সঠিক বিচার চাই। তিনি মামলা করবেন বলে জানান।