স্টাফ রিপোর্টার, রাদিয়ান আহমেদ, রংপুর
গংগাচড়া উপজেলার হত দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি নিয়ে গংগাচড়া উপজেলার জনকল্যাণ সংগঠনের নতুন করে কমিটি গঠন। গংগাচড়া জনকল্যাণ সংগঠনের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালনায় শফিউল্লাহ মুয়াজ ও সজীব আহমেদ। জনকল্যাণ সংগঠনের ২৪ ও ২৫ সেশনের দায়িত্ব পালন করবেন সভাপতি মোঃ রাদিয়ান আহমেদ, সহ-সভাপতি মোহাম্মদ মুনতাসির আল লুলু। সেক্রেটারি রোহিত রায় ও রিদয়। সাংগঠনিক সম্পাদক সয়ন, সহকারি সাংগঠনিক সম্পাদক ইমরান। দপ্তর সম্পাদক আসাদুজ্জামান বিশাল। এবং অন্যান্য দায়িত্বশীল ব্যক্তি। গংগাচড়া উপজেলায় সর্বস্তরের মানুষদের এই সংগঠনের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন গংগাচড়া জনকল্যাণ সংগঠন।