স্টাফ রিপোর্টার, এ এম সিরাজুল ইসলাম সিরাজ
না ফেরার দেশে চলে গেলেন শ্রদ্ধেয় বড় ভাই (চাচাত ভাই) জজ কোর্টের সিনিয়র আইনজীবি অ্যাড. আলহাজ্ব আবুল হোসেন মোকামী। (ইন্না লিল্লাহি…রাজিউন)। তিনি দুই পুত্র এক কন্যা ও স্ত্রী রেখে যান। বড় ছেলে ব্যারিষ্টার ফাইনাল ইয়ার, ছোট ছেলে ডাক্তারি পড়ছে, মেয়ে ছোট। সকলেই তার জন্য দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামীন যেন জান্নাতের সু উচ্চ মাকাম জান্নাতুল ফেরদৌস দান করেন। আমিন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৫। পিতা মৃত ইউছুফ আলী মোকামী সাং রাজারামপুর,ইউনিয়ন রাজাবাড়ি, থানা-উপজেলা শ্রীপুর জেলা গাজীপুর সোমবার দুপুর ১.০০ টায় তাজউদ্দীন আহমদ মেডিক্যালে ইমারজেন্সিতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি অসুস্হ হয়ে পড়লে ঢাকার উদ্দেশ্য রওনা দিলে মাস্টার বাড়ি থেকে মেইন সড়ক বাইপাস পর্যন্ত গার্মেন্টস শ্রমিক আন্দোলনের কারনে জ্যামে আটকে রোগীর অবস্হা খারাপের দিকে যায়। গাড়ি ব্যাক করে রাজেন্দ্র পুর ক্যন্টনমেন্ট হয়ে রাজেন্দ্র পুর দিয়ে গাজীপুর তাজউদ্দীন আহমদ মেডিক্যাল পৌঁছাতে পৌঁছাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। রাত ৮.৩০মিনিটে ধলাদিয়া মোড়লবাড়ী জামে মসজিদ সন্মুখ মাঠে জানাযা শেষে নিজ বাসাবাড়ি ধলাদিয়ায় বাউন্ডারি ঘেসে উত্তর পশ্চিম কোনে দাপন সম্পুর্ন করা হয়।