স্টাফ রিপোর্টার, এএম সিরাজুল ইসলাম সিরাজ, গাজীপুর
অদ্য ১৩-১১-২০২৪ইং বুধবার সকাল ১১.০০ ঘটিকায়, দৈনি দেশ প্রতিদিন পত্রিকা ও ডিডিপি টেলিভিশন এর সিনিয়র স্টাফ রিপোর্টার প্রবীন সাংবাদিক এ এম সিরাজুল ইসলাম সিরাজ সাহেবের আপন চাচা শশুর মরহুম আবদুল রশিদ খান, পিতা মরহুম কেরামত খান সাং পাপলা,ইউনিয়ন ভাওয়াল চাঁদ পুর,উপজেলা কাপাসিয়া,গাজীপুর এর জানাজা নামাজ, দাপন সম্পুর্ন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। মরহুমের জানাজা নামাজে উপস্থিত ছিলেন ভাওয়াল চাঁদ পুর ইউনিয়ন বি এন পির সভাপতি জনাব মোঃ নজরুল ইসলাম মোড়ল,সাবেক জেলা পরিষদের সদস্য মোঃআরিফ দরজী,কাপাসিয়া উপজেলার সাবেক বাইস চেয়ারম্যন আইয়ুব খান, চাঁদপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ লতিফ মোড়ল,চাঁদপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ আওলাদ শেখ,সাধারণ সম্পাদক সিফাত হোসেন সহ এলাকার গন্যমান্য সম্মানিত ব্যক্তিবর্গ,হাজার শতশত মুসুল্লি একরাম।