মোঃ গোলাম জাকারিয়া, স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার এক নম্বর ওয়ার্ডের বিদিরপুরে বালু বোঝাই ট্রাক্টরের ধাক্কায় মাদ্রাসার শিক্ষার্থী আব্দুল্লাহ আল ওসমান (১৩)নিহত হয়েছে।
নিহত আব্দুল্লাহ আল উসমান জেলার পৌর এলাকা মিল্কি গ্রামের উজ্জ্বল আলীর ছেলে। বুধবার সকাল পৌনে দশটার দিকে বাইসাইকেল যোগে মাদ্রাসা যাবার সময় এর দুর্ঘটনা ঘটে।
সদর থানার ওসি এস এম জাকারিয়া জানান, বুধবার সকালে ওসমান বাইসাইকেল মাদ্রাসা যাবার সময় পৌর এলাকার বিদিরপুর গ্রামের বিপরীত দিক থেকে আসা একটি বালুভর্তি ট্রাক্টরের ধাক্কা দিলে ঘটনা স্থলেই ছেলেটি মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনার স্থলে গিয়ে ঘাতক ট্রাক্টর চালকসহ ট্রাক্টরটি আটক করে।
ট্রাক্টর চালক হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের শ্রীরামপুরের কাবিরের ছেলে রনি ইসলাম। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।