স্টাফ রিপোর্টার, মোঃ রেজাউল করিম, বগুড়া
বগুড়ার জেলার শেরপুর থানার অভিযানে ,অবৈধ মাদক দ্রব্য ০৩.৩০(তিন দশমিক তিন শূন্য)গ্রাম হেরোইন সহ মাদক ব্যবসায়ী মোঃ খাইরুল ইসলাম(৩৬), পিতা-মোঃ কমর উদ্দিন শেখ , ঠিকানা: স্থায়ী: গ্রাম- মাঠপাড়া, উপজেলা/থানা- ধুনট, জেলা -বগুড়া, বাংলাদেশ , হেরোইন পরিমাপের কাজ ব্যবহৃত একটি ডিজিটাল ওজোন পরিমাপক যন্ত্র এবং ০১(এক) টি বাটন মোবাইল ফোন উদ্ধার , গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের ও বিজ্ঞ আদালতে সোপর্দ।
বগুড়ার শেরপুর থানার এসআই ( নিরস্ত্র) মোঃ তোফাজ্জল হোসেন ,সঙ্গীয় এএসআই মোঃ আল আমিন হোসেন এবং সঙ্গীয় ফোর্স এর সহায়তায় ইং ১২/১১/২০২৪ তারিখ সকাল ১১.৩০ টার সময় শেরপুর থানাধীন ১০ নং শাহবন্দেগী ইউপির অন্তর্গত ফুলতলা গ্রামস্থ, কাজী অফিসের সামনে পাকা রাস্তার উপর হইতে, ০৩.৩০ গ্রাম হিরোইন , হিরোইন পরিমাপের কাছে ব্যবহৃত ডিজিটাল ওজন পরিমাপক যন্ত্র, ব্যবসার কাজে ব্যবহৃত একটা মোবাইল ফোন উদ্ধার করা হয় এবং মাদক ব্যবসায়ী খায়রুল ইসলাম (৩৬) কে মাদক আইনে মামলা দায়ের করে ইং ১২/১১/২০২৪ তারিখে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।