রেহেনা পারভিন -স্টাফ রিপোর্টার :পটুয়াখালী
“সুস্বাস্থ্যই হোক আমাদের অঙ্গীকার” এ প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত।
আজ ১৪ নভেম্বর বৃহষ্পতিবার সকাল ১০ টায় পটুয়াখালী ডায়াবেটিক হাসপাতালের সভা কক্ষে পটুয়াখালী
ডায়াবেটিক সমিতির সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর সিকদারের সভাপতিত্ব ও হাসপাতালের ডাক্তার মেহনাজ হোসেনের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও পটুয়াখালী ডায়াবেটিক সমিতির সভাপতি আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। বিশেষ অতিথি হিসেবে দিবসের প্রতিপাদ্য বিষয় বক্তৃতা করেন সিভিল সার্জন ডাঃ এস এম কবির হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আব্দুর রশিদ চুন্নু মিয়া, সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি, পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া, ডায়াবেটিক হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ জয়গোপাল দাস। আরও বক্তব্য রাখেন ডায়বেটিস রোগী বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাসপাতালের চিকিৎসক ডাঃ আব্দুলৃলাহ আল সাদিদ, ডায়াবেটিক সমিতির আজীবন সদস্য আলহাজ্ব আব্দুস সালাম খান, আলহাজ্ব কাজী রুহুল আমিন, মো. কামরুজ্জামান টিপু, সিনথিয়া সাবরিন মৌসহ হাসপাতালের ডায়াবেটিস আক্রান্ত বিপুল সংখ্যক নারী-পুরুষ। পরে একটি র্যালী অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথিসহ বক্তারা , সংশ্লিস্ট ডাক্তারদের পরামর্শ ও রোগ প্রতিরোধে সকল নিয়ম কানুন মেনে চলার আহবান জানান।