স্টাফ রিপোর্টার, মো.ওমর ফারুক রকি, সীতাকুণ্ড, চট্টগ্রাম
চট্টগ্রাম সীতাকুণ্ড আলিয়া ( কামিল) মাদরাসার ছাত্র-ছাত্রীদের ৭ দফা দাবিতে মাদরাসা মাঠ প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করেছে। গতকাল সকাল ১০টায় বিক্ষোভ মিছিল কালে ছাত্রদের হাতে প্লেকার্ড এ দেখা যায়। জানা গেছে, মাদরাসার ডাইনিংরুমে বিশুদ্ধ পানির ব্যবস্থা, খাবারের মান বৃদ্ধি, ছাত্রছাত্রীদের পৃথক ওয়াশ রুম, পাঠাগার সংস্কার, অসচ্ছল ছাত্র-ছাত্রীদের বেতন, পরিক্ষা ফ্রি সহনীয় করা, মাদরাসার সামনে থেকে ভাসমান দোকান উচ্ছেদ, ও মাদরাসা মালিকানাধীন সিকিউরসিটি ও মাদ্রাসা মার্কেট দোকানের সঠিকভাবে হিসাব নিকাশের দাবিতে এবং অবৈধভাবে দোকান দখল, অবৈধ মার্কেট কমিটি বাতিল চায় তারা। তাদের সকল দাবিই যৌক্তিক মনে করেন ছাত্র-ছাত্রীর অভিভাবকরা। একটি শক্তিশালী স্বচ্ছ কমিটির মাধ্যমে এসব দাবি বাস্তবায়নের করতে বলেন তারা।
শিক্ষার্থীরা আরও জানান, তাদের দাবিগুলো ন্যায়সঙ্গত। অভিভাবকরাও শিক্ষার্থীদের দাবির সাথে একমত পোষণ করেন এবং কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ প্রত্যাশা করেন।