ষ্টাফঃ রিপোর্টার মোঃ শান্ত, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ রূপগঞ্জের কুরিল কাঞ্চন সড়কের পাশ থেকে উদ্ধারকৃত ৭ টুকরো লাশের রহস্য উদঘাটন করেছে পুলিশ,লাশ উদ্ধারের ২৪ ঘন্টার মধ্যেই এই রহস্য উদঘাটন করা হয়, সেই সাথে এই হত্যাকাণ্ডে জড়িত রুমা আক্তার (২৮) নামে একজন নারীকে গ্ৰেফতার করা হয়েছে,বৃহস্পতিবার (১৪) নভেম্বর দুপুরে সাংবাদিক সম্মেলনে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার এই তথ্য জানান, গ্ৰেফতার রুমা আক্তার ময়মনসিংহের গৌরিপুর এলাকার মোঃ নজর আলী মেয়ে,উদ্ধারকৃত ৭ টুকরো লাশটি নারায়ণগঞ্জের ফতুল্লার চাঁদ ডাইংয়ের মালিক শিল্পপতি জসিম উদ্দীন মাসুমের, এর আগে গত ১৩ নভেম্বর নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপ শহরের একটি লেক থেকে তিনটি পলিথিন ব্যাগে মোড়ানো একজনের ৭ টুকরো লাশ উদ্ধার করে পুলিশ, সেই সাথে আত্মীয় স্বজনের মাধ্যমে ফতুল্লার চাঁদ ডাইংয়ের মালিক শিল্পপতি জসিম উদ্দিন মাসুমের লাশ বলে পরিচয় সনাক্ত করা হয়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন লাশ উদ্ধার হওয়ার পর আমাদের পুলিশ তৎক্ষণিক এর তদন্ত শুরু করে,গুলশান থানার একটি জিডির সূত্র ধরে আমরা এই ভুক্তভোগের পরিচয় জানতে পারি,তার সাথে রুমা নামের একটি মহিলার প্রক্রিয়া সম্পর্ক ছিলো,সেই সম্পর্কের জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রার্থমিক ভাবে জানা গেছে, এই ঘটনায় গ্রেফতার রুমা আক্তার ও তার সহযোগীরা জসিম উদ্দিন তিনি হত্যা করে মরদেহটি টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে দেন,আমরা মরদেহের টুকরা ও এই কাজে ব্যবহৃত চাপাতি এবং জামার টুকরো উদ্ধার করেছি সেই সাথে অন্যান্য আসামিদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।