স্টাফ রিপোর্টার, অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনা
কয়রায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কয়রা উপজেলা শাখার নব গঠিত কমিটির নেতৃবৃন্দের এক পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।
১৬ নভেম্বর শনিবার বেলা ১১ টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই পরিচিত সভা অনুষ্ঠিত হয়। কয়রা উপজেলা মহিলা দলের সভাপতি দিলরুবা মিজানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুরাইয়া সুলতানার পরিচালনায় এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এম এ হাসান, আলহাজ্ব মনিরুজ্জামান বেল্টু, আলহাজ্ব আবু সাঈদ বিশ্বাস, বিএনপি নেতা কোহিনুর ইসলাম, শেখ সালাউদ্দিন লিটন, আবুল বাশার ডাবলু, কৃষক দলের আহবায়ক এস এম গোলাম রসুল, স্বেচ্ছাসেবক দল নেতা ডাঃ নুর ইসলাম খোকা, ডিএম হেলাল উদ্দিন, মহিলা দলের সহ-সভাপতি শারমিন মারিয়া মুক্তা, শামছুর নাহার প্রমুখ। পরিচিত সভায় উপজেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মি সহ মহিলা দলের কয়রা উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।