স্টাফ রিপোর্টার, অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনা
কয়রা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন কয়রা থানার নবাগত অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হক।
১৬ নভেম্বর শনিবার সকাল ১০ টায় প্রেসক্লাবে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় নবাগত অফিসার ইনচার্জ সাংবাদিকদের উদ্দেশ্য বক্তব্য রাখেন। এ সময় কযরার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভাল রাখতে সাংবাদিক সার্বিক সহযোগিতা কামনা করেছেন তিনি। কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলীর পরিচালনায় মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তফা শফিকুল ইসলাম, আলহাজ্ব সদর উদ্দিন আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান মনু, আব্দুল খালেক, প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ কওছার আলম, আঃ রউফ, যুগ্ম সম্পাদক গোলাম রব্বানী, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ ফরহাদ হোসেন, প্রচার সম্পাদক হাবিবুল্যাহ হাবিব, ত্রান বিষয়ক সম্পাদক শেখ জাহাঙ্গীর কবির টুলু, সাংবাদিক গাজী আঃ ছালাম, মজিবার রহমান, আজিজুল ইসলাম, এ্যাডঃ আবু বকর ছিদ্দিক, রিয়াজুল হক প্রমুখ।