স্টাফ রিপোর্টার, মঞ্জুরুল আহসান
কাউনিয়া রংপুর প্রতিনিধি: বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের ১১ সদস্য বিশিষ্ট রংপুর জেলা এ্যাডোব কমিটি গঠন করা হয়েছে। ১৬ নভেম্বর(শনিবার) সন্ধ্যায় মাহিগঞ্জ ডি এন বি রেস্টুরেন্টে এক অনুষ্ঠানের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন মহাসচিব জবাব দেওয়ান আজাদ পারভেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন জনাব বীর মুক্তিযোদ্ধা এম এ রাজ্জাক, উপদেষ্টা জনাব অধ্যাপক মোঃ মামুনুর রশিদ , বিশিষ্ট সাংবাদিক ও কবি জনাব নাসির আহমেদ, জেনারেল ম্যানেজার হাতিম গ্রুপ জনাব অরণ্য আব্বাস, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব আব্দুদ জলিল, বিশিষ্ট চিকিৎসক ও সমাজ সেবক ডাঃ মোঃ মহাইমেনুল ইসলাম।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রংপুর জেলা কমিটির নবাগত সভাপতি জনাব গোলাম মোস্তফা,সঞ্চালনা করেন,সাধারণ সম্পাদক মন্জুরুল আহসান।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, গোলাম মোস্তফা রংপুর জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ মশিউর রহমান, সহ-সাধারণ সম্পাদক মোমেনা বেগম, অর্থ বিষয়ক সম্পাদক খোরশেদা বেগম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদ আবুল মকদুম, দপ্তর সম্পাদ আরিফুজ্জামান, সদস্য, ফাতেহুজ্জামান, ইব্রাহিম, মনিরুজ্জামান, শফিকুল ইসলাম।
অনুষ্ঠোনে প্রধান অতিথির বক্তব্যে দেওয়ান আজাদ পারভেজ বলেন, আমরা দেশ ও মানুষের কল্যাণে কাজ করবো। আমাদের এই সংগঠন অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াতে সবসময় প্রস্তত।এসময় তিনি আরও বলেন, স্বপ্নের বাংলাদেশ বিনির্মানে চেষ্টা চালিয়ে যাবো ইনশাল্লাহ।এছাড়াও সুন্দর একটি কমিটি উপহার দেওয়ায় জেলা কমিটির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।